টেকনাফ উপজেলার সামলাপুর ব্লকের পুরান পাড়ার বাহারছড়ায় কৃষি অফিস থেকে সরবরাহকৃত আউশ প্রনোদনর পাকা জমিতেফসল কর্তন অনুষ্টিত হয় । উপ পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর ককসবাজার, উপজেলা কৃষি অফিসার টেকনাফ, উপসহকারী কৃষি অফিসার, স্থানীয় অনেক কৃষক কৃষানীর উপস্থিতিতে নুরুল আমিন, কেফায়াত উল্লাহ, করিমুল্লাহ, মনজুর আলমের জমিতে আউশ ফসল কেটে কাঁচা অবস্থায় মেপে বি,আর-২৬, ৪.৫ মে:টন ও কুদরত মে:টন হেক্টও প্রতি ফলন পাওয়া গেছে । ফলন দেখে স্থনীয় কৃষকেরা খুবই খুশি। ২০ আগষ্ট সকালে উপ পরিচালক ক:স:অধি:কক্সসবাজার, উপজেলা কৃষি অফিসার সদর, উপ সহকারী শষ্য সংরক্ষন অফিসার, উপ সহকারী কৃষি অফিসার ও স্থনীয় কৃষকদের উপস্থিতিতে সকালে সদর উপজেলার খুরুস্কুলে পনোদনার পাকা আউশের কর্তন অনুষ্টিত হয় । আনোয়ার হোসেন, আলী হোসেন, ইলিয়াস মিয়া ও জমিতে বি আর-২৬, ৪.২ মে:টনফলন পাওয়া যায় । ওদিন বিকালে রামু উপজেলার কাউয়ার কুপ ইউনিয়নে, উপ পরিচালক কৃ:স:অ: ককসবাজার, উপজেলা কৃষি অফিসার সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি অফিসার ও স্থনীয় কৃষক কৃষানীদের উপস্খিতে,প্রনোদনার আউশ কর্তন অনুষ্টিত হয় আবুল হোসেন, মো: হোসেন, আবদুল কাদের, ও মমতাজ বেগমের জমির আউশ কর্তন করে ব্রি ৫৫ জাতের ধানে ৪.৫ মে:টন ফলন পাওয়া গেছে । উল্লেখ্য যে ওসব উপ জেলায় কখনো আউশ চাষ করা হতো না । প্রথমবার প্রনোদনার আউশ ধানের বীজ সার ইত্যাদি পাওয়ার পর চাষে ভাল ফলন পাওয়ায় কৃষক কৃষাণীরা খুবই খুশী । আগামী বছর থেকে আরো বেশী করে আউশের করার আশা করছে সব কৃষক কৃষানী । প্রথমবার কক্সসবাজর জেলায় আউশ প্রনোদনার আওতায়,৫০০০ বিঘা জমিতে আউশের চাষ করা হয়েছে ।